BANGLA EDGE

In search of real news

যুক্তরাজ্যে রংধনু সমাজ কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন  

যুক্তরাজ্যে রংধনু সমাজ কল্যাণ সংঘের (২০২৬-২০২৮)  ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।  কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার ( ১৩ জানুয়ারি)  যুক্তরাজ্যের মিলটন কিনসের একটি রেস্টুরেন্টে এক সাধারন সভার আয়োজন করা হয়।  সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদত করিম রাজন। 

কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া এ সভায় এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য খসরুজ্জামান খসরু,নাসির উদ্দিন কামাল, রুকন উদ্দিন, মতিউর রহমান চৌধুরী এহিয়া, জামাল উদ্দিন নোমান, আনোয়ার হোসেন, আলি হায়দার, আলি আযম,লায়েক উদ্দিন লাভু,কনর উদ্দিন, সায়েম আহমদ চৌধুরী,আজমল, নেসার, মারুফ,সাহান, শাহাদত করিম রাজন, সাব্বির আহমদ, রকিব খান, রুহেল আহমদ, আলাউদ্দিন, জুবেল আহমদ,মিজানুর সুহেল প্রমুখ।

সভায় সদস্যবৃন্দ বক্তব্য প্রদানের মাধ্যমে সংগঠনের কাজ গতিশীল করার বিভিন্ন পরিকল্পনা এবং দিকনির্দেশনা দেন। এ সময় সকলের সম্মতিতেক্রমে রংধনু সমাজ কল্যাণ সংঘ ইউকের  ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী এহিয়া, সহ-সভাপতি এনায়েত আহমদ, সাধারণ-সম্পাধক আনোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাধক মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সহ-সাধারন সম্পাধক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ: রকিব খান, সাংগঠনিক সম্পাধক  শাহাদাত করিম রাজন, সহ-সাংঘঠনিক সম্পাধক  রুহেল আহম, প্রচার-সম্পাধক মিজানুর রহমান সুহেল, সহ-প্রচার সম্পাধক সাব্বির আহমদ। 

উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন, নাছির উদ্দিন কামাল, খসরুজ্জামান খসরু, কনর উদ্দিন, রুকন উদ্দিন, আলী হায়দার, জামাল উদ্দিন নোমান, লায়েক উদ্দিন লাভু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *